বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৭।। আহত অন্তত ৫০
স্টাফ রিপোর্টার ।।
আজ ৭ মে’২২ সকাল ১০টা ৫২ মিনিটের সময় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ ৭ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে।
নিহতরা হলো—টাঙ্গাইলের দেলদুয়ারের ভানু প্রামাণিকের ছেলে আব্দুল জলিল (২৫), নাটোর সদরের পাইকোরদোল গ্রামের শাহজাহান আলীর কলেজ পড়ুয়া ছেলে কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৩), একই গ্রামের আলমগীর হোসেন (৪৮), চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও নাটোর সরকারী এনএস কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান (৪৫), জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোহনা আক্তার মিলি (২৪) এবং মাগুরার মিজানুর রহমান (৪৫)।
জানাগেছে, উল্লেখিত সময়ে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহণের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় ন্যাশনাল পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে গাজী অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে ট্রাকটিও উল্টে যায়।
দূর্ঘটনাস্থলেই ৬ জন ও পার্শ্ববর্তী ক্লিনিকে নেওয়ার পর আরও ১ জন যাত্রী মৃত্যু বরন করে। দূর্ঘটনার সংবাদ
পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত নিহত বাকি ১ জন ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান দূর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিুকর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।