বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার  আসামি দিপু গ্রেফতার,এর আগে গ্রেফতার হয়েছে হাজেরা  পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে বিষাক্ত পোকাড় কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু আল্লাহু রাব্বিল আলামিন সকল ক্ষমতার অধিকারী, শাহজাদপুরে পূর্বের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন : ডিআইজি আলমগীর রহমান। বিনা অনুমতিতে অফিসে ঢোকায় ক্ষিপ্ত পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ভেড়ামারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত পাবনায় অপহৃত উর্মি উদ্ধার, অপহরণকারী মাহিন গ্রেফতার পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যাচার করে আপনাদের কাছে অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না—–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু পাবনা জেলায় ৩৬ ঘণ্টার ব্যবধানে ৩ জন খুন, অপহরণ ১

বেদনাবিঁধুর শোকের মাস আগষ্টের দ্বিতীয় দিন আজ, বঙ্গবন্ধু ছিলেন সত্যিকারের ক্যারিশম্যাটিক লিডার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। বেদনাবিধুঁর সেই আগষ্ট মাসের দ্বিতীয় দিন আজ। দিনটি উপলক্ষ্যে ১৫ই আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ-এর উদ্যোগে আজ শুক্রবার, বাদ আসর সারাদেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের ক্যারিশম্যাটিক লিডার অর্থ্যাৎ সম্মোহনী নেতা। তিনি দেশের জনগণকে তাদের অধিকার সচেতন করতে পেরেছিনে বলেই তারা দেশের স্বাধীনতা আনতে পেরেছিলেন। যার একটি ডাকে সারা দেশের লোক এক হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিল। তিনি সেই অনন্য নেতা।

মানুষ হিসেবে জাতির পিতা ছিলেন সংগ্রামী। তিনি তাঁর প্রায় পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে ভালোবেসে, তাদের ভালো থাকার জন্য ত্যাগ করেছেন নিজের সবস্বার্থ। মানুষের অধিকার আদায়ে মাঠে থেকেছেন, জেল খেঁটেছেন কত না নির্যাতন সয়েছেন হাসি মুখে।

বঙ্গবন্ধুর এমন এক ধরনের ব্যক্তি ছিল যার অনুরাগী হয়েছেন বিশ্বের অনেক বড় বড় নেতাও। তিনি এমন এক ধরনের নেতৃত্ব গুনাবলি ছিল যে তিনি নিজের গুনে জনগণকে কাছে টানতে পারতেন। তিনি বাংলার জনগণকে ভালবাসা দিয়ে কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু শত্রæর সঙ্গে কখনো আপোষ করেন নি। বাঙালীর জন্য তাঁর ভালবাসা ছিল সাগরসমান। তাই কোন বাঙালী তাঁকে মারতে পারে কিংবা ক্ষতি করতে পারে এ কথা তিনি বিশ্বাস করেন নি।

সারা বিশ্বে প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা আর শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। তাঁর কালজয়ী নেতৃত্বে তিনি ছিলেন পাহাড়ের মতো অবিচল, অপর দিকে একজন সাদামাটা সাধারণ জীবন যাপন ছিল জাতির পিতার। তিনি ছিলেন একজন প্রিয়তম স্বামী আর স্নেহশীল পিতা।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা বলা, হাঁটা-চলায় সব কিছুতেই তাঁর ব্যক্তিত্ব ফুঁটে উঠতো। বঙ্গবন্ধু ছিলেন চরম রুচিশীল ব্যক্তিত্বের একজন মানুষ। জানা যায়, বঙ্গবন্ধু সাধারণত তিনি শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, কোট, টাই ও মুজিব কোট পরতেন। অনুষঙ্গ হিসেবে থাকতো জুতা, চশমা ও পাইপ। পায়ের জুতা থেকে শুরু করে গায়ের সাদা পাঞ্জাবি ও কালো কোটেও ছিল রুচির ছোঁয়া। তবে দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে ফিটিং স্যুট, প্রিন্স কোট, সাফারি স্যুট পরতে দেখা গেছে বঙ্গবন্ধুকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!