বেতারের সুরকার ও সঙ্গীত পরিচালক হলেন ঈশ্বরদীর পলাশ
_————————————————————————–এম এন সরদার।। ঈশ্বরদীর কৃতিসন্তান তরুণ মিউজিশিয়ান ইমরান হোসেন পলাশ রহমান বাংলাদেশ বেতারের সুরকার ও পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেছেন। তিনি ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে। জানা গেছে, অতি সম্প্রতি সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে আবেদন করলে তাকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সে মোতাবেক পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি উত্তীর্ণ হলে কর্তৃপক্ষ তাকে নিয়োগ প্রদান করেন। এক প্রশ্নের জবাবে পলাশ নিয়োগ প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের দোয়া প্রার্থনা করেন। এদিকে পলাশের নিয়োগপ্রাপ্তিতে প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী সূফী সাধক গুরুজী এসএম রাজা আন্তরিক অভিনন্দন জানিয়ে তার কর্মজীবনের সফলতা কামনা করেছেন।