এস এম রাজা।।
বিষাক্ত করোনার ভয়কে জয় করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও উদযাপিত হলো ১৬ ডিসেম্বর’২০ মহান বিজয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৪৯ তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে সরকারী ভাবে সীমিত করনের পরেও নানাবিধ কর্মসূচি পালনের মাধ্যমে। দিবসটি উদযাপনের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা হয় তার মধ্যে ছিলো তপোধ্বনি, পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও দোয়ার মাহফিল, বিজয় মিছিল, ফুটবল খেলা,আলোকসজ্জা ইত্যাদি। গত ১৬ ডিসেম্বর’২০ সকালে দিবসের কর্মসূচি সূচনায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়স্থ বিজয়স্তম্ভে ৩১ বার তপোধ্বনি, উপজেলা পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী-আটঘরিয়া সার্কেলের পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানা পুলিশের পক্ষে ওসি শেখ নাসির উদ্দিন সহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর আওয়ামী লীগ কার্যালয়ের জাতীয় ও দোলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। যারা পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করেন তারা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ঐ দিন সকাল ৯ টায় ইউএনও ইমরুল কায়েস’র সভাপতিত্বে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, সহকারি কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শুধীজন আলোচনায় অংশ নেন। ঐ দিন বিকেলে সলিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মীরকামারী হাইস্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এ খেলা উদ্ভোদন করেন। ঈশ্বরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক শিল্পী এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন খান। সভাপতিত্ব করেন সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মালিথা। ওদিকে সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়। সাঁড়া ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার এই বর্ণাঢ্য মিছিল উদ্ভোদন করেন। সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার ও যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার মিছিলে নেতৃত্ব দেন। এর আগে সকালে আলহাজ্ব মোড়ে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসক্লাব, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী মহিলা কলেজ, ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতি পরিষদ, ডিডিপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নিউএরা ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি পাঠাগার, সলিমপুর ডিগ্রী কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিলো বিজয়স্তম্ভে। বিভিন্ন সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানে নানা বর্ণের আলোকসজ্জা ছিলো চোখে ধরার মতো।