বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপিত
——-
এস এম রাজা।। বিপুল উৎসাহ উদ্দীপনায় সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও নানাবিধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সরকারি বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সরকারি কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি আধাসরকারী স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনা সমূহে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে বিজয়স্তম্ভে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী বিজয় মেলা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সংবর্ধনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবার সরবরাহ, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য বিজয় মিছিল বের করে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকেও অনুরূপ বিজয় মিছিল বের করে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
এবারের সদ্য পতিত আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।
তারা করেনি কোন বিজয় মিছিল। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ, বিজয় র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন গুলো পুষ্পমাল্য অর্পণের পাশাপাশি আয়োজন করে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যার। ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও খেলাধুলার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ ও তাদের সমমনা দলের অনুপস্থিতিতে এবার অন্তরবর্তীকালীন সরকারের অধীনে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক ও আমেজে উদযাপন করা হলো দুই হাজার চব্বিশের মহান বিজয় দিবস। বিজয় দিবসকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।