বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপিত
এম এন সরদার।। বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের জন্য উপজেলা প্রশাসন, থানা প্রশাসন , সরকারী বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল তপদ্ধনি, পতাকা উত্তোলন, বিজয় স্তম্ভে পুস্প মাল্য অর্পন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, ফুটবল প্রতিযোগীতা ইত্যাদী।
শনিবার (১৬ ডিসেম্বর’২৩) সকাল ৮ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য এবং ঈশ্বরদী- আটঘরিয়ার এমপি বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী গালিবুর রহমান শরীফ। পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর নেতৃবৃন্দ আ’লীগ কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে ঈশ্বরদী রেলগেট এবং পোষ্টঅফিস মোড় অতিক্রম করে আলহাজ্ব মোড় এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গালিবুর রহমান শরীফ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহজাবিন শিরিন পিয়া, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ‘লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, বীর মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, আ’লীগনেতা মোঃ রশিদুল্লাহ, মোখলেসুর রহমান মিন্টু , যুবলীগের সভাপতি শিরান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব মালিথা, যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছাত্র ছাত্রীবৃন্দ।