বিদ্রোহী নিয়ে নেই মাথাব্যথা
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই?
মো. সাইফুল ইসলাম।।
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই?
• নৌকা না পেলে শুরু হবে বিদ্রোহী হওয়ার তোড়জোড়
• বিদ্রোহী-স্বতন্ত্র হতে প্রস্তুত অনেকে, চাপ দেবে না কেন্দ্র
• বিএনপিবিহীন মাঠে ভারহীন থাকবেন বিদ্রোহীরাও
• দেশ-বিদেশে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ দেখাতে চান ক্ষমতাসীনরা
• বিদ্রোহীদের সক্রিয় করে ভোটার উপস্থিতির প্রত্যাশা
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ৩৬২ জন। এরই মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের চূড়ান্ত করেছে ক্ষমতাসীনরা। প্রতিটি আসনে নৌকা প্রতীকের একক প্রার্থী দেবে দলটি। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় অনেক আসনেই আওয়ামী লীগ নেতাদের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। দলীয় প্রার্থী ঘোষণার পরই মনোনয়নবঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তবে, এখনই বিদ্রোহীদের নিয়ে মাথা ঘামাচ্ছে না শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টের প্রতিবেদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন, “আগে আমরা দেখি কারা বিদ্রোহ করে, তারপর সিদ্ধান্ত নেব।”
ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী নিশ্চিত করতে মনোনয়ন ফরম বিক্রির কাজও শেষ। এখন চলছে সংসদীয় মনোনয়ন বোর্ড সভা। সেই সভা শেষে একযোগে ৩০০ আসনে নৌকার মাঝিদের নাম ঘোষণা করা হবে। শুধু মনোনয়ন চূড়ান্তেই সীমাবদ্ধ নয়, এরই মধ্যে ১৫টি নির্বাচনী উপ-কমিটি গঠন করেছে দলটি। নির্বাচনী ইশতেহার কমিটিও রয়েছে এর মধ্যে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ক্ষমতাসীনদের মধ্যে নির্বাচনী আমেজ ততই বাড়ছে।
শুধু কেন্দ্রে নয়, তৃণমূল পর্যায়েও একই চিত্র দেখা যাচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় সংসদ নির্বাচন।