এম এন সরদার। পাবনা-৪ আসনের অত্যাসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব অভিযোগ করে বলেছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই অদ্যাবধি ঈশ্বরদী-আটঘরিয়া নির্বাচনী এলাকায় ধানের শীষের পোস্টার লাগাতে না দেয়া ও ছিঁড়ে ফেলানো, কর্মীদের মারধর, প্রচারণার মাইক ভাঙচুর, হুমকি-ধামকি ইত্যাদির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর’২০(বুধবার) সকালে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু , বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, প্রাক্তন সংসদ সদস্য আব্দুল বারী সরদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরুল হক বাবু, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফর তুহিন, কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা, মহিলা দলের নেত্রী ডলি খান, পাবনা জেলা বিএনপির নেতা আব্দুল মান্নান মাস্টার, আব্দুস সামাদ মুন্টু খান, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা মহিলা দলের নেত্রী মুন্নি খাতুন, ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক। বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় অবিচার ও নির্যাতনের প্রতিবাদ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়ানোর প্রতিবাদ, করোনা মহামারীতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ, সাধারণ মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা, ঈশ্বরদীর ৪৭ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদ এবং ঈশ্বরদী আটঘরিয়ার স্থানীয় সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান। তিনি অবাধে নির্বাচন পরিচালনা করা এবং ভোট প্রদানের সুব্যবস্থা করার জন্য আহ্বান জানান। হাবিবুর রহমান হাবিব সংবাদ সম্মেলনে ৯ দফা অভিযোগ ও ৯ দফা ইশতেহার ঘোষণা করেন।