বাঘায় শহীদ দিবস উপলক্ষ্যে আবৃত্তি, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
——–
মুনমুন আক্তার।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে বাঘা উপজেলা কবি ও সাহিত্যিক পরিষদের উদ্যোগে এবং গ্রীন হ্যাভেন স্কুলের আয়োজনে ২৭ ফেব্রুয়ারী’২৪ সকালে ছড়া, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বাঘা উপজেলা কবি ও সাহিত্যিক পরিষদের সভাপতি ড. আব্দুস সালাম লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সিনিয়র ফোরামিষ্ট কবি, সাহিত্যিক ও লেখক সহকারী অধ্যাপক মোঃ জুয়েল কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা কবি ও সাহিত্যিক পরিষদের উপদেষ্টা কবি মোঃ আব্দুল ওয়াদুদ, নৌ কমান্ডো কবি ও লেখক মোঃ আজিজুল আলম, গীতিকার ও সুরকার বীর মুক্তিযোদ্ধা মোঃ কলিম উদ্দিন মিঞা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, বাঘা উপজেলা কবি ও সাহিত্যিক পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, গীতিকার সুরকার ও শিল্পী ডাঃ মোঃ নুরুজ্জামান ভান্ডারী ও সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোঃ হানিফ মিঞা।
সার্বিক পরিচালনায় ছিলেন কবি ডাঃ জালাল উদ্দিন ভান্ডারী ও আলহাজ্ব মোঃ সালাউদ্দিন লালন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মোঃ হাফিজুর রহমান ও নাট্যকার মোজাফফর হোসেন নান্টু। এ অনুষ্ঠানে শিশু প্রতিযোগিরা কবিতা আবৃত্তি, অভিনয় ও সংগীত পরিবেশন করেন।