মুনমুন আক্তার।। আজ ১৯ ডিসেম্বর’২০ সকালে জংসন ডিডিপি কার্যালয়ে বহুল প্রচারিত ঈশ্বরদীর প্রথম সংবাদপত্র সাপ্তাহিক জংসন-এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জংসন’র প্রধান নির্বাহী ও ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জংসনের আইন উপদেষ্টা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জংসনের লিগেল এডভাইজার পাবনা বার কাউন্সিলের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) ও পাবনা জজকোর্টের এপিপি এ্যাডভোকেট মোঃ তোরাব আলী সরকার। উক্ত সভায় বক্তৃতা করেন সাপ্তাহিক জংসনের উপ-সম্পাদক কবি এ এইচ টি আব্দুর রাজ্জাক, সাপ্তাহিক জংসনের উপ-সহকারী সম্পাদক ওস্তাদ মাসুদ রানা, সাপ্তাহিক জংসনের ভ্রাম্যমান প্রতিনিধি মজিবুল হক সবুজ ও সাঈফ মুনতাসির, সাপ্তাহিক জংসনের স্টাফ রির্পোটার কবি ও শিল্পী ইলমাতুল ইসলাম রুপা,সাপ্তাহিক জংসনের স্টাফ রির্পোটার এস এম দিগন্ত, সাঈদ হাসান লিমন, রাসেল খান, শামীম উদ্দিন, ইয়াসিন আরাফাত, নাঈমুল ইসলাম নাঈম, মুনমুন আক্তার, নাদিরা শেখ হেনা, নিক্কোন চৌধুরী প্রমূখ। সভায় সাপ্তাহিক জংসনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণের আলোকে প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা দায়িত্বশীলতার সাথে জংসনের সকল সাংবাদিকদের কর্তব্য পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় জংসনের প্রধান নির্বাহী ও ভারপ্রাপ্ত সম্পাদক এস এম রাজা সততা ও নিষ্ঠার সাথে তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান জংসনের সকল স্তরের সাংবাদিকদের।