বর্ণাঢ্য আয়োজনে ডিডিপি সাহিত্য চর্চা কেন্দ্রের দুই বাংলা বসন্ত কবিতা উৎসব অনুষ্ঠিত
——————————
এস এম দীপ্ত ও মুনমুন আক্তার||
বর্ণাঢ্য আয়োজনে ১৪ মার্চ’২৩ সন্ধ্যায় ঈশ্বরদীর স্বনামধন্য প্রতিষ্ঠান ডিডিপি সাহিত্য চর্চাকেন্দ্র আয়োজিত দুই বাংলা বসন্ত কবিতা উৎসব’২৩ অনুষ্ঠিত হয়েছে। ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ’উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহাসিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও অধীক্ষক ডাঃ আরিফুল শরীফ রাজা, ভারতের কলকাতা বেতার ও দুরদর্শনের বাচিক শিল্পী ও রবীন্দ্র গবেষক অরবিন্দ ঘোষ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লেখক গল্পকার প্রাবন্ধিক ও সংগঠক আসমান আলী, ভারতের কবি ও কন্ঠশিল্পী মুকুল চক্রবর্তী, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার বাচিক শিল্পী ও সংগঠক আলমগীর কবির হৃদয়, ভারতের কবি ও বাচিক শিল্পী পুষ্পিতা চট্টোপাধ্যায় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট কবি লেখক গল্পকার এবং গবেষক মুহাম্মাদ নূরন্নবী (সুমন শামস্)।
শুভেচ্ছা বক্তব্য দেন বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা তাহেরুল ইসলাম।
কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, কবি অরবিন্দ ঘোষ, কবি মুকুল চক্রবর্তী, কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়, কবি আসমান আলী, কবি আলমগীর কবির হৃদয়, কবি সুমন শামস্, কবি শরীফুজ্জামান কুদ্দুস, যাযাবর জিয়া, কবি আরিফ জুলফিকার, কবি মরিয়ম বেলারুশি, কবি নিলিমা নীল, কবি নন্দিনী আরজু, কবি সাংবাদিক ও শিল্পী ইলমাতুল ইসলাম রুপা, কবি সাধন কুন্ডু, কবি রমজান আলী, কবি নূরে আলম সিদ্দিক নাহিদ, রিজিতা, খাজা রিপন চিশতি, ডাঃ ইউনুস আলী, বর্ষা, কবি মেহেদী হাসান রাতুল, রাব্বুল হোসেন অন্ত, কবি ওয়াসিম আকরাম টগর, ওস্তাদ মুকুল হোসেন, মিজানুর রহমান, কবি ওয়াজেদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রাবন্তি মায়া, যাযাবর জিয়া ও সুবল কুমার পাল।
এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি অনুষ্ঠান উপভোগ করেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ প্রচুর দর্শক শ্রোতা। সামগ্রিক আয়োজন সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।