বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার  আসামি দিপু গ্রেফতার,এর আগে গ্রেফতার হয়েছে হাজেরা  পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে বিষাক্ত পোকাড় কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু আল্লাহু রাব্বিল আলামিন সকল ক্ষমতার অধিকারী, শাহজাদপুরে পূর্বের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন : ডিআইজি আলমগীর রহমান। বিনা অনুমতিতে অফিসে ঢোকায় ক্ষিপ্ত পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ভেড়ামারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত পাবনায় অপহৃত উর্মি উদ্ধার, অপহরণকারী মাহিন গ্রেফতার পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যাচার করে আপনাদের কাছে অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না—–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু পাবনা জেলায় ৩৬ ঘণ্টার ব্যবধানে ৩ জন খুন, অপহরণ ১

প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।

বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন সরকার। দ্বিতীয় স্বাধীনতা-উত্তর প্রথম সরকার এটি। এ এক নতুন সূর্যোদয়। লাল-সবুজের বাংলাদেশের নতুন পথ চলা। ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুদয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা। অতঃপর যাত্রা শুরু নতুন স্বপ্ন সারথীর।
গতকাল রাত সোয়া ৯টায় দেশী-বিদেশী ৪ শ’ অতিথির উপস্থিতে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। পরপর শপথ গ্রহণ করেন দু’জন শিক্ষার্থী প্রতিনিধিসহ ১৩ জন। তাদেরও শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় ফারুক ই আযম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন নি। ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য উপদেষ্টারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রধান অ্যাডভোকেট আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএফ হাসান আরিফ, অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’র প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন, নারী নেত্রী ফরিদা আখতার, বাংলাদেশী সুন্নি দেওয়াবন্দী ইসলামিক ব্যক্তিত্ব ড. আ.ফ.ম খালিদ হাসান, গ্রামীণ টেলিকমের পরিচালক নুরজাহান বেগম এবং ‘ব্্রতী’র প্রধান নির্বাহী শারমিন মুরশিদ।

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র প্রেসিডিয়াম মেম্বার ড.মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুল ইসলাম, জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ.স.ম. আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্প ধারার চেয়ারম্যান ড. নূরুল আমীন বেপারি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব প্রিন্সিপাল ইউনূস আহমাদ, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বামপন্থি রাজনীতিকদের মধ্যে মোজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স ও জোনায়েদ সাকি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতা, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুশীল সমাজের প্রতিনিধি, প্রায় সব মন্ত্রণালয়ের সচিব, পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ এবং দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো নেতাকে শপথ অনুষ্ঠানে দেখা যায় নি। এ ছাড়া অন্তর্বর্তীকালিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, জাপান, ইরান, আর্জেন্টিনা, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!