ঈশ্বরদীতে প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক, সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার জন্মদিন উদযাপিত
———————————————————————– স্টাফ রিপোর্টার।। গত২৯ অক্টোবর’ ২১ ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংসন সম্পাদক, প্রথিতযশা সিনিয়র সাংবাদিক,কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজসেবক, সংগঠক ও শিল্পী সুফি সাধক গুরুজী এস এম রাজার ৬৪ তম জন্মদিন উপলক্ষে মাসব্যাপী আয়োজনের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। ডিডিপি জংসন পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব এস এম রাজা। হাজারো ভক্ত, সূধী, ও শুভাকাঙ্খীদের ফুলেল শুভেচছায় সিক্ত প্রথিতযশা সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট জনাব এস এম রাজার জীবনী ও কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন, ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু,কবি বেগম ফিরোজা খান, বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক কবি ও লেখক সহকারী অধ্যাপক ডঃ মনসুর আলম, কবি প্রফেসর আক্তার হোসেন, গীতিকার সুরকার শিল্পী সাংবাদিক সুফি সাধক ডাক্তার নুরুজ্জামান ভান্ডারী, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডক্টর আমিরুল ইসলাম মান্নান, ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাদিউল ইসলাম,রাজশাহী সোনাদহ হাইস্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী মকবুল হোসেন নবাব, সাপ্তাহিক সময়ের ইতিহাস ও ইতিহাস টোয়েন্টিফোর ডটকম সম্পাদক শেখ মহসিন, কবি আরিফ জুলফিকার, কবি এএইচটি আব্দুর রাজ্জাক, প্রভাষক রাশিদুল আউয়াল রিজভী, বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী ওস্তাদ মাসুদ রানা, বাউল সাধক কন্ঠ শিল্পী ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব,
পুলিশের ঈশ্বরদী গোয়েন্দা শাখার ডিআইও রেজাউল করিম, কবি মমতাজ রোজ কোলি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আব্দুর রব হীরা, কবি ওয়াজেদ আলী , সাধক আকাতুল্লাহ মণি দরবার শরীফের প্রধান খাদেম ও শিল্পী ডা. ইউনুস আলী, কৈকুন্ডা চিশতিয়া দরবার শরীফের পীর পাগল খাজা রিপন চিশতি, সাইকেগাড়ী দরবার শরীফের পীর রজব আলী ভান্ডারী, ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পীগোষ্ঠীর সংগীত পরিচালক আমজাদ হোসেন প্রমুখ।
সংগীত পরিবেশন করেন শিল্পী তৌশি, রুমানা, জয়ীতা, আমজাদ বাউল, তরিকুল, কালাম, রকি মন্ডল, রিপন ফকির, ইলিয়াস, লিমন, শামসুল, নুরুজ্জামান ভান্ডারী, মুকুল, মিজান, অন্ত, বিনয়, সোলেমান, সান্যিধ্য প্রমুখ।
এর আগে জংসন,ডিডিপি, ঈশ্বরদী প্রেসক্লাব,ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থা, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা, ভেড়ামারা প্রেসক্লাব, কেএসপি, সবুজ বাংলা লোকসংগীত পরিষদ, ডিএসবি বাংলাদেশ পুলিশ, ঈশ্বরদী থানা, ভারত-বাংলা সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, এসটিএল টিভি,এআরকে টিভি,সিডিএন টিভি, তরুন রেকোর্ডিং স্টুডিও,রূপপুর সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, সাধক আকাতুল্লাহ মণি দরবার শরীফ, রূপপুর মেডিকেয়ার, ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, আলোবাগ ক্রীড়া সাংস্কৃতিক ও চিত্তোবিনোদন সংস্থা, বন্ধুমহল’৭৬, কাদরিয়া মোহাম্মাদিয়া দরবার শরীফ, উত্তরোণ সাহিত্য সংগঠন, কাব্যকথা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, লালন একাডেমী ও সাংস্কৃতিক পরিষদ, জাগ্রত ঈশ্বরদী, সাহিত্যকথা পরিষদ, জাগ্রত সাহিত্যমেলা, উত্তরোণ সাহিত্য পরিষদ, সাহিত্য ও বিতর্ক ক্লাব, নবজাগরণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, কেককাটা ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন, কাদরিয়া মোহাম্মাদিয়া দরবার শরীফের পীর শাহ সূফী জয়নাল আবেদীন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কবি যাযাবর জিয়া, খাজা রিপন চিশতি, মুনমুন আক্তার ও সুবল কুমার পাল।