প্রতারণার মাধ্যমে ২ কোটি টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
——————
এস এম রাজা।। প্রতারণার মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মেসার্স মা ডেইরি ফার্ম, মিতি ইলেক্ট্রনিক্স, কাবির ডেইরি এন্ড এগ্রোফার্মের তত্ত্বাবধায়ক মোঃ আশিক রহমান মন্ডল ও তার দুলাভাই মাহবুবুর রহমান শিমুলের বিরুদ্ধে।
গত ১৩ মে’২৩ বেলা সাড়ে ১১ টায় অরণকোলায় কাবির ডেইরি ফার্ম চত্বরে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উল্লেখিত প্রতিষ্ঠান গুলোর সত্ত্বাধিকারী হুমায়ুন কবির শাহান এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ৩/৪ বছর ধরে আমার সমস্ত ব্যবসার আর্থিক লেনদেন তত্ত্বাবধায়ক মোঃ আশিক রহমান মন্ডল করতো। অতি বিশ্বাসের কারণে ব্যাংকের ফাঁকা চেকবই স্বাক্ষর করে তার কাছে রাখা হতো। সাম্প্রতিক কালে তার চালচলন, আচার-আচরণ সন্দেহ জনক এবং অত্র প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক ক্ষতির বিভিন্ন ধরনের নমুনা স্পষ্ট হওয়ায় ব্যাংকে খোঁজ খবর নিতে গেলে তাদের প্রতিষ্ঠান বিধ্বংসী ষড়যন্ত্র ও অর্থ আত্মসাৎ-এর বিষয়টি ধরা পড়ে।
তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আশিক রহমান মন্ডল (২২) তার দুলাভাই ঈশ্বরদী পৌর এলাকার শের শাহ রোড তছেরপাড়ার আজগর আলী মুকুলের ছেলে মাহবুবুর রহমান শিমুলের যোগসাজশে ২ কোটি টাকা আত্মসাৎ করেছে।
বিষয়টি জানাজানির পর গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আশিক মন্ডলের কাছ থেকে হিসাব চাওয়া হলে সে প্রথমে ১ কোটি ২০ লক্ষ টাকার কথা স্বীকার করলেও পরবর্তীতে মাত্র ৫৩ লক্ষ ৫২ হাজার টাকার কথা স্বীকার করে এবং এই টাকা কিস্তির মাধ্যমে দেয়ার অঙ্গিকার করে প্রথম কিস্তি পরিশোধও করেছে। এখন অবশিষ্ট টাকা দিতে নানা রকমের তালবাহানা করছে।
তার কাছে টাকা দাবি করার কারণে নানা রকম ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি জানান। এব্যাপারে ঈশ্বরদী থানায় একাধিক ডাইরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সৃষ্ট সংকটের আসু সমাধান প্রত্যাশা করে। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির শাহানের স্ত্রী সুমি খাতুন, তার পিতা আবুল কাশেম, ছোটভাই সোহান, কাউন্সিলর আবুল হাশেম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।