পূজা মন্ডপে জুয়া, মাদক ও ইভটিজিং বরদাস্ত করা হবে না
——- অরবিন্দ সরকার
—————————-
এস এম রাজা।। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অরবিন্দ সরকার বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীর পূজামণ্ডপ গুলোতে কোনভাবেই জুয়া, মাদক ও ইভটিজিং বরদাস্ত করা হবে না। যদি কোনো অশুভ চক্র অসৎ উদ্দেশ্যে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত করার অপচেষ্টা চালায় তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ ২৭ সেপ্টেম্বর’২২ দুপুরে সাপ্তাহিক জংসন ও ডিডিপি নিউজ ২৪ ডট কম কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবের পরিপূর্ণ আনন্দ উপভোগ করায় কোনো বাধা নেই। তবে অবশ্যই শালীনতা বজায় রেখে অন্যদেরও এ আনন্দ নির্বিঘ্নে উপভোগ করার সুযোগ দিতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর ঈশ্বরদী উপজেলায় ২৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। হিন্দু সম্প্রদায়সহ উৎসব প্রেমী সকল মানুষের নির্বিঘ্নে আনন্দ উপভোগের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রাইকিং ফোর্স সহ পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ডপগুলোতে স্পেশাল সিকিউরিটি ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, ঈশ্বরদীর মানুষ অতিথি পরায়ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে যথেষ্ট যত্নবান ও উদার। সে কারনেই এই উৎসব উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করছি না। তিনি জংসন, ডিডিপি টিভি এবং ডিডিপি নিউজ ২৪ ডটকম সহ ঈশ্বরদী বাসিকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম ও ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম এ রউফ খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব গত ২৫ সেপ্টেম্বর’২২ মহালয়ার মাধ্যমে শুভ সূচনা হলেও মূল পর্ব শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর’২২। এদিন হবে মহা পঞ্চমী এরপর পর্যায়ক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং ৫ অক্টোবর’২২ বিজয়াদশমী। এ’দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গোৎসব।