স্টাফ রির্পোটার।। পুলিশ অফিসারের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে সাঈদুল (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনিস মল্লিকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উক্ত সাঈদুল নিজেকে পুলিশের এটিএসআই পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী ও প্রতারণা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ’২১ তারিখে সন্ধ্যায় আওতাপাড়া হাঁট এলাকায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে সবজি বিক্রেতাদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায়ের চেষ্টা চালাচ্ছিলো। তার আচার আচরণে ও কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে উপস্থিত লোকজন তাকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং সাঈদুলের বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজী ও প্রতারণার একাধিক ঘটনার অভিযোগ রয়েছে বলে জানান। সাঈদুল একটা প্রতারক ও চাঁদাবাজ চক্রের হোতা বলে তিনি জানান। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।