পাবিপ্রবির আইসিই বিভাগের শিক্ষক ড. মো. সরোয়ার হোসেন এর অধ্যাপক পদে পদোন্নতি লাভ,বিভিন্ন মহলের অভিনন্দন
স্টাফ রিপোর্টার।।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. সরোয়ার হোসেন অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ড. মো. সরোয়ার হোসেন পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা গ্রামের মো. শামসুল হকের পুত্র এবং মো. আকাতুল্লাহ প্রামানিকের নাতি। তিনি বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক এবং ঈশ্বরদী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষকতা করার পর ২০১৩ সালে পাবিপ্রবিতে যোগদান করেন। ২০১৯ সালে তিনি এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে জাপান সরকারের মর্যাদাপূর্ণ MEXT স্কলারশিপ পেয়ে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. সরোয়ার হোসেনের গবেষণার ক্ষেত্র স্পিচ ইমোশন রিকগনিশন, বোন-কন্ডাক্টেড স্পিচ ও ওয়্যারলেস কমিউনিকেশন। তিনি IEEE ও ACM-এর সদস্য এবং এ পর্যন্ত ৪৩টি আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রবন্ধ প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনে তার সহধর্মিণী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. আফসানা ফেরদৌস বর্তমানে সহকারী অধ্যাপক (শিশু) হিসেবে সরকারি চাকুরীতে কর্মরত আছেন।
ড. মো. সরোয়ার হোসেনের এই পদোন্নতিতে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা এবং বিশ্ববিদ্যালয় পরিবার ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।