ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত পাবনা -৪ আসনের সংসদ উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন সর্বমোট ২ লাখ ৩৯ হাজার ৯শ ২৪ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫ ‘শ ৭৬ ভোট এবং জাতীয়পার্টির নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। তবে কোন কেন্দ্রেই হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ)এর পুলিং এজেন্ট ছিল না। দু’ একটি কেন্দ্রে অফিস দেখা গেলেও কোন কর্মী ছিল না। আওয়ামী লীগের প্রার্থীর করা মামলা, হুমকীর কারনে এজেন্ট ও কর্মী ভোটের মাঠে থাকতে পারেনি বলে তিনি দাবী করেছেন।অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অভিযোগ ভিত্তি হীন বলে দাবী করে বলেছেন, দলীয় নেতাকর্মীদের সাথে সম্পর্কে ফাটল থাকায় সে কর্মী শূন্য হয়ে বাড়ীতে বসে এসব কথা বলছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হলেও বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এ’ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় ভোট দাবী করেছেন।উল্লেখ্য, পাবনা-৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল’২০ মৃত্যু বরন করায় এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী তফসিল ঘোষণার মাধ্যমে আজ ২৬ সেপ্টেম্বর ‘২০ উপনির্বাচন সম্পন্ন করেছে ।