এসএম দীপ্ত ও মুনমুন আক্তার।।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, পাবনা -৪ ঈশ্বরদী আটঘরিয়া সংসদীয় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে ইতিমধ্যেই সু-পরিচিতি লাভ করেছে। এই আসনটিতে নৌকা মার্কা প্রতীকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী ও এমপি আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু। তার মৃত্যুজনিত কারণেই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণ জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করবেন। আজ ৬ সেপ্টেম্বর’২০ (শনিবার) সকালে ঈশ্বরদীর ঈমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী ও এমপি আলহাজ শামসুর রহমান শরীফ ডিলুর স্মরণ সভা ও পাবনা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন,সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এক প্লাটফর্মে এসে নৌকার পক্ষে নির্বাচন করে বিজয় সুনিশ্চিত করতে হবে। পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, শহিদুল ইসলাম বকুল এমপি, পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ পাবনা জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।