পাবনায় নবাগত পুলিশ সুপার এর যোগদান, ঈশ্বরদী প্রেসক্লাব, সাপ্তাহিক জংসন ও ডিডিপি’র অভিনন্দন ————————————————————————-স্টাফ রিপোর্টার।। পাবনায় নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সী যোগদান করেছেন।
গত ২৮ আগষ্ট, ২০২২ তিনি আনুষ্ঠানিক ভাবে পাবনা জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন করেন।
যোগদান ও দায়িত্ব গ্রহন করার পরই তিনি এলাকার মাদক, সম্ত্রাস, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ দমনে কঠোর ভূমিকা গ্রহন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এ সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকল মহলের কাছে আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেছেন,”পুলিশ হবে জনগনের প্রথম ভরসাস্থল”মান্যবর আইজিপি মহোদয়ের এই উদ্যোগ বাস্তবায়নে পাবনা জেলা পুলিশের সকল সদস্যসহ সর্বদায় আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।
এদিকে নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সীকে স্বাগত জানিয়ে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি’র চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক এস এম রাজা।
প্রেসক্লাব, জংসন ও ডিডিপি পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস ও আশা করে যে, নবাগত পুলিশ সুপার এর সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় পাবনাবাসী কাঙ্খিত সুফল ও সেবা পাবে।