পাবনা সংবাদদাতা।।
পাবনায় ৬৭০ (ছয়শত সত্তর) গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২,সিপিসি-২ এর সদস্যরা। গত ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতরা হলেন, পাবনা সদরের নাজিরপুর এলাকার মৃত আফতাব জোয়াদ্দারের পুত্র মো. রাকিব হাসান (৪১) এবং সদর থানাধীন দাপুনিয়া এলাকার সেফায়েৎ উল্লাহ প্রামানিকের ছেলে মো. কায়সার আলম (৫১)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ৬৭০ (ছয়শত সত্তর) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০৩টি মোবাইল, ০৪টি সিমকার্ড, নগদ ৭,৯৩০/- টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দীর্ঘদিনের পরিচালিত এই মাদকের ব্যবসার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমদের এই অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকি।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।