পাবনায় মহীয়সী’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত
১৩ জানুয়ারি রোজ শুক্রবার কবি ও কবিতার সংগঠন মহীয়সী’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এই কবিতা উৎসব মোট পাঁচ পর্বের অনুষ্ঠানের ১ম পর্ব উদ্বোধন করেন কবি রোকেয়া ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের, কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ, সরকারি এডওয়ার্ড কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল মজিদ, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা মো. মাযহারুল ইসলাম। প্রথম পর্বের সভাপতিত্ব করেন মহীয়সী’র সভাপতি রেহানা সুলতানা শিল্পী। সঞ্চালনা করেন বাচিকশিল্পী আসাদ বাবু।
দ্বিতীয় পর্ব শুরু হয় বাচিকশিল্পীদের কবিতাপাঠ অনুষ্ঠান এ পর্বের সভাপতি ছিলেন কবি ইসলাম রফিক, আলোচক ছিলেন কবি কামরুল বাহার আরিফ, কবি ও গল্পকার আখতার জামান। কবিতা আবৃত্তি করেন কবি এম আব্দুল হালীম বাচ্চু, কবি মনজুরুল ইসলাম, কবি আসাদ বাবু, কবি অঞ্জলী ভৌমিক, বাচিকশিল্পী সামুন সাব্বির, ওয়াহিদা অপ্সরী, কবি মমতাজ রোজ কলি, কবি নূরে জান্নাত, শারাফা বিনতে শরীফ নাবা, রাজীব আহমেদ ও পূজা বিশ্বাস। এ পর্বে সঞ্চালনা করেন মো. মনিরুজ্জামান।
তৃতীয় পর্ব শুরু হয় কথা ও কবিতা পর্ব। এ পর্বে সভাপতি ছিলেন কবি তাহমিনা কোরাইশী, আলোচনা করেন কবি ও ছড়াকার হাসনাত আমজাদ, কবি রাজিয়া সুলতানা, কবি নিলুফা জামান, কবি মুসতারী বেগম, কবি এস এম রাজা । কবিতাপাঠ করেন কবি মো. শফিকুর রহমান, কবি আনিফ রুবেদ, কবি আবু রায়হান, কবি জাহাঙ্গীর আলম শাহীন, কবি মো. আব্দুল গোফফার, কবি মোহাম্মদ আলী, কবি ফয়েজ আহমেদ, কবি জহুরুল আনাম, কবি সাফওয়ান আমিন।
চতুর্থ পর্ব শুরু হয় মহীয়সী পরিবার এর কবিতা। এ পর্বে সভাপতি ছিলেন কবি মিনা মাসরাফী, আলোচনা করেন কবি বেগম ফিরোজা খান, কবি ও গল্পকার কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী। এ পর্বে কবিতা পরেন কবি জেবুন্নেছা ববিন, কবি সাহানা আক্তার বানু, কবি ফারহানা আক্তার, কবি মরিয়ম বেলারুশী, কবি অশ্রু সাগর আনোয়ার, কবি শামীমা রহমান সীমা। এ পর্বে সঞ্চালনা করেন কবি আজিজা পারভীন।
শেষ পর্বে শুরু হয় শিশু কিশোরদের পুরস্কার বিতরণ ও মহীয়সী সাহিত্য সম্মাননা ২০২৩ প্রদান। এ পর্বে সভাপতি ছিলেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি যাযাবর জিয়া, সম্মানিত অতিথি সরকারি এডওয়ার্ড কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (অ.) প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের সহযোগী অধ্যাপক আতাউর রহমান খান, পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, সাহিত্য ও বির্তক ক্লাব এর সভাপতি ড. মনছুর আলম। এ পর্বে মহীয়সী সাহিত্য সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। কবিতায় পুরস্কার পান লাভলী ইমদাদ, মাসুদ রানা মিলন, ছোটগল্পে শোয়েব আব্দুল্লাহ আল-মামুন, কথা সাহিত্যে মিলা মাহফুজা, অনুবাদ সাহিত্যে রাশেদ মাহমুদ।