কিশোর গ্যাং প্রতিরোধে ডিবি পুলিশের তল্লাশি বিভিন্ন স্থান থেকে মাদক ও চাকু সহ ৭ জন গ্রেফতার।
স্টাফ রিপোর্টার।।
মাদক নিয়ন্ত্রন, কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সুপার পাবনা মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় গত ২৯ জুলাই পাবনা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার উদ্যোগে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি কালে, পাবনা জেলা ডিবি পুলিশের চেকপোস্ট অভিযান”
জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল ২৯/০৭/২০২২ তারিখ পাবনা জেলার সদর থানাধীন সিংগা রেলগেট এলাকায় চেকপোষ্ট করা কালে এক মোটরসাইকেলে তিনজন আরোহী দেখে তাদের চেকপোষ্টে থামিয়ে তাল্লাশী করে। উক্ত মোটরসাইকেল আরোহীদের দেহ তল্লাশী কালে তাদের হেফাজত হইতে ১০(দশ) গ্রাম মাদক দ্রব্য গাঁজা পাওয়া যায়। ধৃত মোটরসাইকেল আরোহীরা হলো মোঃ হেলাল আলী (৩৫), পিতা-মোঃ নওশেদ আলী, সাং-শালগাড়ীয়া (মোজাহিদ ক্লাব ) থানা-পাবনা সদর জেলা-পাবনা, মোঃ সুমন হোসেন (৩৬) , পিতা-মৃতঃ এরশাদ আলী সাং-শালগাড়িয়া মোজাহিদ ক্লাব, থানা-পাবনা সদর জেলা-পাবনা, মোঃ রিপন আলী (৪০), পিতা-মৃতঃ ইউসুফ আলী সাং-শালগাড়ীয়া মোজাহিদ ক্লাব থানা-পাবনা সদর জেলা-পাবনা।
উল্লেখ যে, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রজু প্রক্রিয়াধীন।
অপর দিকে কাশিপুর মোড়ে চেকপোস্ট এ আই সি হেমায়েতপুর ও এস আই মোঃ শহিদুল্লাহ এ এস আই আমিন উদ্দিন ও ফোর্স সহ তল্লাশি কালে চাকু সহ তিন জন কে কে আটক করা হয়।
এ ছাড়াও এস আই মোঃ আবু রায়হান সরদার সঙ্গীয় এস আই মোঃ শরিফুল ইসলাম সহ দোগাছি ইউনিয়ন এলাকার চর আশুতোষপুর পূর্ব পাড়া সাকিনের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ি মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (৪২) পিতা,মৃত কিসমত ব্যাপারী কে তাহার বসত বাড়ির আঙ্গীনায় হেরোইন বিক্রির সময় ৩( তিন) গ্রাম হেরোইন সহ আটক করা হয়। তাহার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
জেলার আইন শৃংখলা রক্ষায় পুরো জেলায় এ ধরনের অভিযান ও চেকপোস্ট চলবে।