মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এ নায়িকার তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের পর আগামী ২১ আগস্ট শাহবাগে বড় সমাবেশ ডেকেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। এদিন বিকেল ৪ চায় পরীমনির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করা হবে বলে জানানো হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক রবিন আহসান জানান, ‘২১ আগস্ট বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে তারা পরীমনির সুবিচারের পক্ষের সকল মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন।’
রবিন আহসান আরো বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে। তাই পরীমনির সুবিচার চাই। আমরা মনে করছি, যা হচ্ছে তাতে তিনি সুবিচার পাচ্ছেন না। শুধু একজন পরীমনির জন্য এই প্রতিবাদ করছি না। বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য এই সমাবেশের ডাক দিয়েছি।’
ফেসবুকেও পরীমনির মুক্তির দাবিতে সোচ্ছার হয়েছেন সবাই। সেখানে দাবি করা হচ্ছে পরীমনির সঙ্গে যা ঘটছে তা অন্যায়। বিষয়টি নিয়ে গত শনিবার (১৪ আগস্ট) ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর ব্যানারে মানববন্ধন হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে । সেখানে বক্তারা বলেন, ‘‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকের জামিন হয়েছে। তাহলে কেন বারবার পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে?’
এর আগে ১২ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি প্রদান করেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।