পদ্মা নদীতে বালু উত্তোলন ও মাছ ধরার সময় ৩ জন গ্রেফতার
এস এম রাজা।।
পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তলোন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৩ জনকে গ্রেফতার করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার আওতাধীন কুষ্টিয়া জেলার মিরপুর থানার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামস্থ পদ্মা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির এর নেতৃত্বে আইসি এমদাদুল হক সহ একদল পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ।এসময় বালু উত্তোলনকালে ব্যবহৃত ০১ একটি কাঠ ও স্টিল মিশ্রিত বাংলা জোড়া ড্রেজার যার ০৩টি ডিজেল ইঞ্জিন যার ০১টি ০৬ সিলিন্ডার ইঞ্জিন জব্দ করা হয় ।
আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানাখড়িয়ার পশ্চিমপাড়ার, মৃত শুকুর আলী শেখের ছেলে, মো. আসাদুল শেখ (৫০) ও আসাদুল শেখের ছেলে মো. আশিক ইসলাম (২২)। জব্দকৃত ড্রেজারের আনুমানিক মূল্য ২,৪০,০০০/- (দুই লাখ চল্লিশ হাজার) টাকা।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালীর কল্যানপুর গ্রামস্থ পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় ৩০০ মিটার কারেন্ট জালসহ এক জনকে আটক করে নৌ পুলিশ । আটককৃত ব্যক্তি হলেন কুষ্টিয়ার কুমারখালী থানার কল্যানপুর গ্রামের বাসিন্দা মৃত রেজওয়ান আলী প্রামানিকের ছেলে রেজাউল প্রামানিক (৫২) ।
এব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।