নৌ পুলিশের ঝটিকা অভিযান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ২ জন গ্রেফতার
—————-স্টাফ রিপোর্টার।। আজ ২৯ আগস্ট’২৩ দুপুরে পদ্মার শাখা গড়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় দুজনকে গ্রেফতার করেছে লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব দবাপাড়ার নবাব আলীর ছেলে রবিন (২০) ও পাবনার ভাঙ্গুরা উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের ছাইদুর রহমানের ছেলে আমীন হোসেন (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবিরের নেতৃত্বে ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ ফাঁড়ি পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে পদ্মার শাখা গড়াই নদীর কুমারখালির নন্দলালপুর ইউনিয়নের এলোঙ্গী আচার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের গ্রেফতার করে। সেই সাথে ১২ লক্ষ টাকা মূল্যের ড্রেজার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে।
লক্ষীকুন্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক জানান, পুলিশ সুপার রুহুল কবির এর নেতৃত্বে এস আই গোলাম মোস্তফা, এস আই শাওন চক্রবর্তি ও এস আই সাদেকুলসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক ও মালামাল জব্দ করে।
নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নদীতে কোন প্রকার অনৈতিক কর্মকান্ড করতে দেয়া হবে না। রাজশাহী অঞ্চলের সকল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জদের এব্যাপারে কড়া নির্দেশ প্রদানসহ সব সময় সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে তিনটি পৃথক সফল অভিযানে ১৫ জনকে গ্রেফতার ও মালামাল জব্দ করে মামলা দায়ের করা হয়েছে।