এস এম দীপ্ত, মুনমুন আক্তার ও ইয়াসিন আরাফাত।। নৌকা হলো গণতন্ত্র,উন্নয়ন , শান্তি, প্রগতি ও সমৃদ্ধির প্রতীক অন্যদিকে, ধানের শীষ হলো খুন,রাহাজানি,দাঙ্গা, ফ্যাসাদ , জঙ্গিবাদ, লুটপাট ও ধর্ষণের প্রতীক। তাই ধানের শীষকে বর্জন করে নৌকায় সওয়ার হয়ে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করুন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন পাবনা-৪ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মুলাডুলি ও দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই নির্বাচনী পথসভায় মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় হাজারো মানুষের উপস্থিতিতে বক্তৃতা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল গুহ, পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, পাবনা সদর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিবুর রহমান শরীফ প্রমুখ। সভা পরিচালনা করেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল সরদার ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু। প্রধান অতিথির বক্তৃতায় এসএম কামাল হোসেন আরও বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচনে এমন একজন মানুষকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন করা হয়েছে যিনি সৎ-নির্ভীক আওয়ামী লীগের একজন পরীক্ষিত সৈনিক। যার সারাটি জীবন কেঁটেছে জেল জুলুম নির্যাতন সহ্য করে। বিনিময়ে তিনি কিছুই পাননি। দলকে ভালোবেসে জীবনভর শুধু দিয়েই গেছেন তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এমন একজন নির্লোভ মানুষকে এলাকার উন্নয়নের জন্য ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের জীবনে পরাজয় কোন গ্লানি নেই। সুতরাং এবারও তিনি বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হবেন। অন্যদিকে, বেইমান মোনাফেক অর্থলোভী হাবিবুর রহমান হাবিব
আবারো নির্লজ্জভাবে পরাজিত হবেন। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর’২০ সারা দিন দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।