নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পদ্মা নদী থেকে ৩ জন গ্রেফতার
———–
এস এম রাজা।।
নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান ইলিশ প্রজনন মৌসুমে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মাছ ধরার জাল ও ইঞ্জিন চালিত নৌকা সহ ৩ জনকে আটক করেছে।
২১ অক্টোবর’২৩ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মিপুরস্থ পদ্মা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পাবনার ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া গ্রামের ইছার উদ্দিন মন্ডলের ছেলে বাবুল মন্ডল (৪৫), নাটোরের লালপুর উপজেলার পালিদেহা সুবহান খানের ছেলে সাইফুল ইসলাম খান ওরফে মাহাবুল (৪২) এবং লালপুরের নুরুল্লাপুর গ্রামের আমীর মন্ডলের ছেলে মিহির মন্ডল (৫০)।
আটককৃতদের কাছ থেকে ১ শ ৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
লক্ষ্মিকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির-এর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় এবং আলাইপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সার্বক্ষনিক মা ইলিশ প্রজনন’র স্বার্থে টহল অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।