নির্বাচন করায় বাধা নেই,
উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন এমদাদুল হক রানা সরদার

স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।
গত ২৬ মে নির্বাচন কমিশন (ইসি) ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের প্রার্থীতা আচরন বিধি লংঘনের দায়ে বাতিল করেন।
ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন এমদাদুল হক রানা সরদার।
তারই পরিপ্রেক্ষিতে গত ২৭ মে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের উচ্চ আদালতের একটি যৌথ বেঞ্চ এ আদেশ প্রদান করেন ।
উচ্চ আদালতের এই আদেশের প্রেক্ষিতে এমদাদুল হক রানা সরদারের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা থাকলো না।
উচ্চ আদালত ইসির প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, দেশে চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীর একজন আনারস প্রতীকের এমদাদুল হক রানা সরদার ১৩ মে প্রতীক বরাদ্দের পরই তার সমর্থকরা মটর সাইকেল শোভাযাত্রা ও মিছিল বের করেন।
এদিকে প্রার্থীতা ফিরে পাওয়ায় এমদাদুল হক রানা সরদার এর সমর্থকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ফিরে এসেছে।