লালপুর সংবাদদাতা।। আজ সকালে ০৭ নং ওয়ালিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ, লালপুর থানা, নাটোরে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনাব শ্রী পরিমল কুমার কুন্ডু, অধ্যক্ষ তমাল তলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া, নাটোর। জনাব মোঃ বাদশা মেম্বার, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ, লালপুর নাটোর। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন জনাব মোঃ রাকিব হোসেন, অধ্যক্ষ হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ওয়ালিয়া লালপুর নাটোর। অনুষ্ঠানে কিশোর-কিশোরী, যুবক-যুবতী, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, বিভিন্ন মহলের সুধীজন, অভিভাবকবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বক্তা বলেন, নারী আমার মা, আমার বোন, আমার মেয়ে। তাদের যোগ্য সম্মান দিতে হবে। একজন মানুষ মানবিক হলে মায়ের জাতির প্রতি সুদৃষ্টি দিলে সে কখনো ধর্ষনের মত জঘন্য অপরাধ করতে পারে না, তাদের নির্যাতন করতে পারে না। সবাই নারী ধর্ষণ ও নির্যাতন দমনের জন্য স্বতঃস্ফূর্তভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার পক্ষে মত পোষণ করেন।