নব নির্মিত রেল সেতুর নাম করন হবে যমুনা বহুমুখী সেতু
স্টাফ রিপোর্টার।। নব নির্মিত যমুনা নদীর উপর রেল সেতুর নাম হবে যমুনা সেতু। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে ৩০০ মিটার উজানে, এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী খুলনা ও রংপুর অঞ্চলের মেলবন্ধন সৃষ্টি হবে।
তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এই সেতু দিয়ে যেখানে ৫০ মিনিটের পথ পাড়ি দেয়া যাবে ৫ মিনিটে।
প্রকল্প পরিচালক জানিয়েছেন, কাজ শেষ হয়েছে সবে, নতুন বছরের জানুয়ারিতে হবে উদ্বোধন। রেলের মহাপরিচালক বলেছেন, উদ্বোধনের আগেই নাম পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। এর মধ্যে শুরু হয়েছে সকল ধরনের প্রক্রিয়া।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বলেন, মিনিস্ট্রি এটার অনুমোদন দিলে আগের ফর্মে নাম পরিবর্তনের ক্ষেত্রে ফিরে যাওয়া হবে।
পদ্মা সেতু এবং যমুনা সেতুর রেলওয়ের পার্থক্য হচ্ছে একই সাথে যমুনা সেতু দিয়ে দুটি রেল লাইন চলাচল করতে পারবে। এক্ষেত্রে যাত্রীবাহী সমস্যার চাপ কমবে। একই সাথে পণ্যবাহী মালামাল পৌঁছানোর ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেগুলো দূরীভূত হবে।