নব গঠিত সুরের ভূবনের বৈশাখ বরণ
—————
স্টাফ রিপোর্টার।। বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে শুক্রবার ঈশ্বরদীর নব গঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরের ভূবণ কলেজ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা, সংগীতানুষ্ঠান ও মিষ্টান্ন ভোজের আয়োজন করে।
বাংলা নববর্ষের ইতিকথা ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞানগর্ব বক্তব্য উপস্থাপন করেন সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, কবি লেখক ও শিল্পী হাক্কি মাহমুল হক ও প্রধান শিক্ষক শিল্পী আব্দুল মতিন।
সংগীত পরিবেশন করেন শিল্পী এস আলমগীর, শিল্পী এস এম রাজা, জাহাঙ্গীর আলম সেলিম, আব্দুল হাই মুঞ্জু চৌধুরী, মিত মোহন, রেজাউল রহিম বাবু, আব্দুল মতিন, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন, আবুল হাশেম, জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, বজলুর রহমান, রনি, হাক্কি মাহমুল হক, রেজা ও শিশু শিল্পী এনজেল আইআন। তবলায় সংগত করেন অসীম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন হাক্কি মাহমুল হক। পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।
সুরের ভূবণের পক্ষে বজলুর রহমান, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, রেজা এই আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন।