অরবিন্দ সরকার।। দায়িত্ব আর অবহেলা। দায়িত্বের শুরু টা বুঝা গেলেও কতটুকু করলে এর শেষ বিন্দু পাওয়া যায় তার কোন সীমা নেই।আর অবহেলা এর শুরুর বিন্দু ও নেই শেষের বিন্দুও নেই।।অবহেলা শব্দটি প্রতিনিয়ত রং বদলায়। আর শিল্পীদের তুলির আচড়ে এই রং ব্যবহারে সৃষ্টি হয় একেক টা অপরুপ চিএকম। শিল্পী তার মনোজগতের শৈল্পিক মন দিয়ে সৃষ্টি করে অসাধারন সব শিল্পকম।কিন্তু সমস্যা হলো এই শিল্পকম যারা দেখেন,বা বুঝেন তারা আবার তাদের মনের মাধুরী মিশিয়ে দেখেন বা বুঝেন।।এই দেখা বা বুঝার ভিতর দিয়ে সমাজে একধরনের পারসেপশন তৈরী হয়।।হতে পারে নেগেটিভ হতে পারে পজেটিভ।। দায়িত্ব আর অবহেলা শব্দযুগলের ব্যবহারে যে শিল্প তৈরী হয়, সেটা আমার কাছে মোনালিসার ছবির মত মনে হয়।কেউ বলে মোনালিসা হাসে আবার কেউ বলে মোনালিসার মনের গহীন অরন্যে লুকায়িত অব্যক্ত কথার একটি বহিঃপ্রকাশ ঘটেছে তার মুখাবয়বে।।মোনালিসার হাসি যেমন রহস্য তেমনি শব্দ যুগলের ব্যবহারে তৈরী শিল্পকমও একটি রহস্য।। যে রহস্য ভেদ করা সম্ভব নয়,,,,,,,,,।