শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দাশুড়িয়ায় বারোয়ারী দেবক্রীয়া মন্দিরে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
—————-
মুনমুন আক্তার।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীর দাশুড়িয়া বারোয়ারী দেবক্রীয়া মন্দিরে উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, বেলুন ফাটানো, ভাগ্য পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি’র চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রাম। সঞ্চালনা করেন সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, বকুল সরদার, সুজন বৈরাগী, রুমানা পারভীন, সেন্টু, রুপন্তী অধিকারী, স্বস্তিকা অধিকারী, সীমা কর্মকার প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।