ডেঙ্গু আক্রান্ত হয়ে ডিডিপি’র পরিচালক প্রশাসন ও শিক্ষক নেতা ইব্রাহিম হোসেন হেলালের মৃত্যু ।। ডিডিপি’র গভীর শোক প্রকাশ
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপি’র পরিচালক (প্রশাসন), কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখা (পাবনা-সিরাজগঞ্জ) এর সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) আজ ১৪ সেপ্টেম্বর’২৩ বিকেল আনুমানিক ৪টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
দাশুড়িয়া ইউপি সদস্য কালিকাপুর বাজার নিবাসী মোঃ সানাউল্লাহ জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে মৃত ইব্রাহিম কয়েকদিন আগেই ডেঙ্গু আক্রান্ত হন। কিন্তু সে বিষয়টি আমলে নেয়নি। তিন চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেয়ার জন্য বাড়িতে আসেন এবং আগামীকাল ঢাকায় যাবার কথা ছিল তাঁর। আজ সকালে শরীর বেশী খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উল্লেখিত সময়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। ইব্রাহিম হোসেন হেলালের মৃত্যুতে ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।