বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ডিডিপি সাহিত্য সংঘের সাহিত্য আড্ডা, পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা
—————
স্টাফ রিপোর্টার।। “মিলবো মোরা প্রাণের টানে
শীতের পিঠার আয়োজনে”
এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ডিডিপি সাহিত্য সংঘের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা,পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা। গত ২৮ জানুয়ারি’২২ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর কবি নিবাসে ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে সন্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধক্ষ্য ইসমাইল হোসেন,কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি লেখক কবি গল্পকার গবেষক চিকিৎসক সমাজ সেবক ও সংগঠক মোঃ আসমান আলী, কবি ফিরোজা খান,
পাবনা মহিয়সি সাহিত্য পাঠ চক্রের সভাপতি রেহানা সুলতানা শিল্পী ও বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ পাবনা জেলা শাখার সভাপতি জাকিরুল মওলা জিয়া।
এই সাহিত্য আড্ডা,পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যায় যেসকল কবি এবং শিল্পী আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন তারা হলেন, কবি ফিরোজা খান,আসমান আলী, রেহানা সুলতানা শিল্পী, পীর মোঃ জয়নাল আবেদীন, মোঃ মোস্তফা বিদ্রোহী, মমতাজ রোজ কলি, যাযাবর জিয়া, শরিফুজ্জামান, সাধন কুন্ডু, সোহাগ, মোঃ সোহেল রানা, মোঃ মওলা বকস, মোঃ ফরিদ উদ্দীন, জাহিদ হাসান, এস এম আবু ওবাইদা-আল মাহাদী, এ এইচ টি আব্দুর রাজ্জাক, ওয়াজেদ আলী, মোঃ মনতাজ আলী, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ রকিবুল হাসান রাজু, সাঈদ হাসান লিমন, সুবল কুমার পাল, রাতুল, পারভেজ, মুনমুন আক্তার প্রমূখ। বিকেল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিরতীহীন প্রাণবন্ত এই অনুষ্ঠান ঈশ্বরদী পাবনা কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকা থেকে আগত কবি লেখক সাহিত্যিক সাংবাদিক ও সুধিজনদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।