ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠীর মিলাদ ও দোয়ার মাহফীল অনুষ্ঠিত
সাহাপুর প্রতিনিধি ।। গত ২৪ আগষ্ট’২০ সোমবার বিকেলে আওতাপাড়া ডিডিপি কার্যালয় চত্বরে ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠীর সংগীত পরিচালক আমজাদ হোসেনের পিতা আবুল কাশেমের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিষ্ট, গীতিকার, সুরকার ও শিল্পী জনাব এস এম রাজা। মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আওতাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, চর সিলিমপুর জামে মসজিদের খতিব মোহাম্মদ আব্দুল্লাহ, আওতাপাড়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান। মিলাদ ও দোয়ার মাহফিলে ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠীর সকল সদস্যসহ আমন্ত্রিত মেহমানরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিচালক আমজাদ বাউলের পিতা মরহুম আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে গত ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তার কুলখানি উপলক্ষে আজ সোমবার কোরআনখানি,মিলাদ, দোয়ার মাহফিল ও তবারক বিতরণ করা হয়।