ঝড়ে ভেঙে পড়ার নামে ৫৮টি বাবলা গাছ কাটার অভিযোগে ফরেস্ট অফিসারকে কারণ দর্শানোর নোটিশ
———-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। সংশ্লিষ্ট প্রশাসনকে না জানিয়ে ঝড়ে ভেঙে পড়ার নামে বড় ও মাঝারি আকারের ৫৮টি বাবলা গাছ কেটে আত্মসাৎ করার প্রচেষ্টার অভিযোগে ঈশ্বরদী উপজেলা ফরেস্ট অফিসার ইসমাইল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা অরণকোলা চকনারিচা বাগবাড়িয়া গোরস্থান পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক হাজার বাবলা ও শিশু গাছের চারা রোপণ করা হয় প্রায় ২০-২৫ বছর আগে। সেই গাছগুলো এখন বিশাল আকৃতির হয়ে রাস্তার উভয় পাশে সৌন্দর্য বৃদ্ধি সহ পথচারিদের ছায়া প্রদান করছে। ঝড়ে ভেঙে পড়ার নামে অতি সম্প্রতি ৫৮টি বাবলা গাছ কেটে সুকৌশলে হজম করার চেষ্টা করা হয়।
এ সংবাদ জানার পর গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।