জামায়াত ক্ষমতায় গেলে দেশে গরীব আর গরীব থাকবে না —————-অধ্যাপক আবু তালেব মন্ডল
স্টাফ রিপোর্টার।।
জামায়াতে ইসলামী এদেশের মানুষের মনের গহীনে স্থান করে নিয়েছে। জামায়াত একটি শান্তিপ্রিয় সংগঠন তারা শান্তিপূর্ণ দেশ গঠন করতে চাই। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী যার কারণে আমরা সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এক বিশাল পথসভায় প্রধান অতীতের ভাষণ এসব কথা বলেন।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে গরীর আর গরীব থাকবে না, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে যা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। তিনি বলেন, জামায়াতের কোন কর্মী আজ পর্যন্ত কারো বাড়িঘর, দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাংচুর অগ্নিসংযোগ করেনি, কোন সন্ত্রাসবাদের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা নেই। অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী করছি শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তাকে দেশে ফিরে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।
তিনি আরও বলেন, ঈশ্বরদীর বিএনপির ৪৭ নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে যা খুবই দুঃখজনক। আমাদের জামায়াত কর্মী মুন্নাসকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ বিদায় নিয়েছে। এদেশের মাটিতে তাদের আর স্থান হবে না, আমরা ডান দেখেছি বাম দেখেছি এখন আসুন ইসলামের পথে হাটি।
দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এ পথসভায় ইউনিয়ন আমির মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা তালিমুল কোরআর সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাকিবিল্লাহ খান, ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের ঈশ্বরদী উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জানান, পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা. মুনসুর রহমান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, মিডিয়া বিভাগের সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ। পথসভাটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আহসান হাবিব।