‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, ‘মুজিব আবেগ’-এ আঘাত ইউনূসের?
বিশেষ সংবাদদাতা।।
এখন থেকে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না বাংলাদেশে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
বাংলাদেশে চলছে বিজয়ের মাস। এই সময়েই জানিয়ে দেওয়া হল বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আর থাকছে না ‘জয় বাংলা’। কারণ, ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে আদালতে একটি আবেদন করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সেই রায় স্থগিত করেছে।
এর ফলে এখন থেকে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
এর আগে, হাইকোর্ট এই নিয়ে যে রায় দিয়েছিল তার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিল বাংলাদেশের সরকার। এ নিয়ে আবেদনের শুনানির পরেই মঙ্গলরায় ওই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ।
২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেদিন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের দায়ের করা মামলায় এই রায় দিয়েছিল হাইকোর্ট।
সেই দিন রায় ঘোষণা করার সময়ে আদালত জানিয়েছিল, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের প্রতিটি সরকারি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। ২০২২ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছিল শেখ হাসিনার মন্ত্রিসভা। এই জন্য একটি বিজ্ঞপ্তি জারি করাও হয়।
হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকার একটি ‘লিভ টু আপিল’। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে।