ঈশ্বরদীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত সাতজন, পল্টাপাল্টি অভিযোগ থানায়
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই পল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
গতকাল রবিবার দুপুর আনুমানিক পৌঁনে ৩ ঘটিকার দিকে উপজেলার সাড়া গোপালপুর মহান্নবীপাড়া গ্রামে জমিজমা দখলকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার পরিবারসহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।
আহতরা হলেন, উপজেলার সাঁড়া গোপালপুর এলাকার পিতা-মৃত আজিজুল প্রাং এর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (৪৫) ও তার ভাই মোঃ ইনামুল হোসেন (৫৫) এবং মৃত বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী প্রাং এর ছেলে মোঃ রাজন আলী প্রামানিক (২৬), ও তার ভাই সুজন এবং ভাবী লাইলী বেগম (৩৫)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল দুই পরিবারের মধ্যে। তারই জেরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
আহতের পরিবারের সাথে কথা বললে তারা একে অন্যকে দোষারোপ করে এবং জমি তাদের নিজেদের বলে দাবী করেন।
আহত মোছা. ববি বাড়িতে হামলার অভিযোগ করে বলেন, আমার দাদা কুরবান আলী একজন বীর মুক্তিযোদ্ধা। অথচ আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা হচ্ছে। আমদের জমি সন্ত্রাসীরা জোর করে দখল করে নিচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, সংঘর্ষের পর এলাকায় ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।