সলিমপুর সংবাদদাতা।। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ উপনির্বাচন উপলক্ষ্যে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ এলকার তরুণ ভোটারদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতিকের জনসভায় স্থানীয় মানুষের ব্যাপক সমাগম ঘটে। আসন্ন উপ-নির্বাচন উপলক্ষ্যে ভোটের উৎসব আনন্দে অনুষ্ঠিত আওয়ামীলীগের জনসভায় এলাকার অসংখ্য বর্ষিয়ান নাগরিক ও নারী ভোটার সহ নতুন প্রজন্মের ভোটাররা উপস্থিত হন। সলিমপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের আজকের এই গুরুত্বপূর্ণ নির্বাচনী সভায় আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস সহ পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা এবং সলিমপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতারা অংশ গ্রহণ করেন, তাদের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, বীর মুক্তিযোদ্ধা সাবেক জাতীয় সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, পাবনা সদর উপজেলা পরিষদ চেয়াম্যান মোশারফ হোসেন, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু , ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পদক ইসাহক আলী মালিথা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ সদস্য বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন শাহীন, সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মজিদ বাবলু মালিথা, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী, সলিমপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন আমি আপনাদেরই ছেলে আমি কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি এবং আমি অতিথি পাখিও না, আমি এই এলাকার মাটির সন্তান, প্রতিদিন ফজরের আজানের পর থেকেই আপনারা আমাকে পাশে পাবেন। সামনের উপ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও ভোট চাই, আশাকরি আসন্ন উপনির্বাচনে আপনারা আওয়ামী লীগের নৌকাকে জয়ী করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন । সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু তার বক্তব্যে বলেন ঈশ্বরদী আটঘরিয়ার সকলের প্রিয় মানুষ আপনাদের ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এবারের নির্বাচনে নৌকার কান্ডারী হয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছেন আশাকরি বঙ্গবন্ধুর সৈনিক আপনারা তাকে নিরাশ করবেন না। বীর মুক্তিযোদ্ধা সাবেক জাতীয় সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস তার বক্তব্যে বলেন আমি আপনাদের এলাকারই সন্তান এবং আমাদের প্রিয় নেতা নৌকা প্রতিকের প্রার্থীও আপনাদের এই এলকারই সন্তান, তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা, ২৬ তারিখের নির্বাচনে আপনারা প্রত্যেকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করবেন এলাকার ছেলে হিসাবে আপনাদের কাছে এটা আমার দাবী। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম মোহাম্মদ।