বিশেষ প্রতিনিধি : শিল্পী মিনহাজ বাঙালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে গত দুই একদিন আগে চট্টগ্রাম সাতকানিয়া থানা অধিন ৮নং ওয়ার্ড পৌরসভায় মাধ্যম রুপকানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে তারুণ্যের আলো একতা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২০।এতেপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন :জাকারিয়া রহমান জিকু(অতিরিক্ত পুলিশ সুপার)উদ্ভোধক:জসিম উদ্দিন(সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদ)বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব:আনোয়ার হোসেন (অফিসার ইনচার্জ,সাতকানিয়া থানা),
ফারুকুল ইসলাম চৌধুরী (অংকুর),আব্দুল আহাদ
(উপ-গণশিক্ষা সম্পাদক,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ),জাবেদ ইকবাল
(সাধারণ সম্পাদক সাতকানিয়া পৌরসভা যুবলীগ),কছির উদ্দিন(সিনিয়র ম্যানেজার
ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রি) এবং সভাপতিত্ব করেন:শেফায়েত উল্লাহ(প্রতিষ্ঠাতা,তারুণ্যের আলো একতা সংঘ ছাত্রনেতা,চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ)।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস (আহবায়ক সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগ),জয়নাল আবেদীন রনি (সাবেক সহ সভাপতি,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ), হারুনর রশীদ,(ছাত্রনেতা সরকারী সিটি কলেজ, পৌরসভা যুবলীগের সহ সভাপতি), মোঃ রাসেল (যুবলীগ নেতা), মোঃজামির,মিনহাজ উদ্দিন,মোঃ আরিফ,মোঃ দেলোয়ার,আবুল কালাম,মনির উদ্দীন,মাহফুজুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,মোঃএরফান,জাহেদুল
ইসলাম,রাকিব,ফয়সাল,নোমান,সাজ্জাদ তাসমান ছাবিত,আসিফুর রহীম,মফিজ,সামি আলী সহ প্রমুখ