মুনমুন আক্তার।। গত ১ সেপ্টেম্বর’২০ মঙ্গলবার থেকে গণপরিবহনে আসন পূর্ণ করেই যাত্রী তুলতে পারবে এবং আগের ভাড়া নিতে হবে এমনটাই বলেছেন গনপরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু সরকারী এই নির্দেশনা মানছেন না গাড়ির চালক ও সুপার ভাইজাররা। তারা গাড়িতে আসন পূর্ণ করার পরও দাঁড়ানো অবস্থায় গাদাগাদি করে যাত্রী বহন করছে ও গাড়ির ছাদেও তারা যাত্রী বহন করছে কিন্তু ভাড়াও নিচ্ছে দ্বিগুণ। তারা করোনার দোহায় দিয়ে দ্বিগুন ভাড়া আদায় করে সাধারণ জনগনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করছে। যাত্রীরা আগের ভাড়া দিলে গাড়ির চালক ও সুপারভাইজার যাত্রীদের সাথে খুবই অশ্লীল ভাষায় কথাবার্তা বলছেন এবং তারা যাত্রী বোঝাই করে নিবেন আসনপূর্ণ করে নিবেন কিন্তু তারা আগের ভাড়া নিতে রাজি নয় এমনটাই বলছেন তারা । একপ্রকার জোর করেই তারা যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে । চালক ও সুপার ভাইজারদের এমন জঘন্য ব্যবহার ও অশ্লীল ভাষায় কথা বলার কারণে যাত্রীরা বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিচ্ছে।