কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের অর্থ সম্পাদক নির্বাচিত হলেন ঈশ্বরদীর শিল্পপতি তুহিন
———
এম এন সরদার।। গত ৭ সেপ্টেম্বর’২১ ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি জালালউদ্দীন তুহিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ এস এস মালেক,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান লালটু, অধ্যাপক ফিরোজ আহমেদ, কাজী রেহান সুবাহান, আব্দুল মতিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালাম (ঢাকা বিভাগ), লিয়াকত আলী মোড়ল (বরিশাল বিভাগ), মোহাম্মদ শহিদুল্লাহ (সিলেট বিভাগ), ডাঃ আউয়ুবুর রহমান (চট্টগ্রাম বিভাগ), ইঞ্জিনিয়ার মাইনুর রহমান (খুলনা বিভাগ), মোঃ লুৎফর রহমান (রাজশাহী বিভাগ), খন্দকার নজরুল ইসলাম (ময়মনসিংহ বিভাগ), মসিউর রহমান (রংপুর বিভাগ), অর্থ সম্পাদক জালালউদ্দীন তুহিন, তথ্য ও গবেষণা সম্পাদক ড.অরুণ কুমার গোস্বামী, আইন বিষয়ক সম্পাদক ড. শাজাহান মন্ডল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ তরিকুল আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক সৈয়দ শামসুদ্দীন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ খালেদ সওকত আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নেসার আহমেদ ভূঁইয়া ও সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দীন।
মোট ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
এদিকে ঈশ্বরদীর কৃতিসন্তান শিল্পপতি জালালউদ্দীন তুহিন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ঈশ্বরদীর রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।