কুষ্টিয়ায় টেগরলজে সাহিত্য আড্ডা, গুণীজন সংবর্ধনা ও ছোবল’র প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
————
মুনমুন আক্তার।। আজ ১ অক্টোবর’২১ বিকেল সাড়ে ৪ টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার টেগরলজে মুক্তচেতন সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা,গুণীজন সংবর্ধনা এবং সাহিত্য-সংস্কৃতির ষাণ্মাসিক ছোটকাগজ “ছোবল”-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক,কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রথিতযথা সাংবাদিক, কবি আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও নদী বিষয়ক গবেষক খলিলুর রহমান মজু, বিশিষ্ট লেখক গবেষক ও সু-সাহিত্যিক আক্তারুজ্জামান চিরু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক এস এম রাজা, সাহিত্য সংগঠন কাব্যকথা পরিষদের সভাপতি সাহিত্যিক হাসান টুটুল, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লেখক ও সংগঠক আসমান আলী, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি কবি মুন্সি সাঈদ, ও সাধারণ সম্পাদক কবি আবদুল্লাহ সাঈদ, উত্তোরণ সাহিত্য পরিষদের সভাপতি কবি শেখ আক্তার ও সম্পাদক আবৃত্তিকার এমডি আসাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোবল’র সম্পাদক বিশিষ্ট লেখক কবি নাট্যকার গীতিকার সুরকার ও শিল্পী ডাঃ মোহাম্মদ তাজ উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবরূপে জাগো সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সাহিত্যিক কনক চৌধুরী।
আবৃত্তি করেন কবি অরণ্য মজিদ, কবি শরিফুল ইসলাম কচি, কবি আজিজুর রহমান, কবি আবু হানিফ দেবদা, কবি রেবেকা নাসরিন,কবি ফিরোজা ইয়াসমিন,কবি মোঃ শরিফুল ইসলাম, কবি জাহিদ হাসান, কবি জসিম উল্লাহ আল হামিদ, কবি আল আমিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পরবর্তীতে ছোবল’র মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত গুণীজন হচ্ছেন, বিশিষ্ট কবি গীতিকার সুরকার ও নাট্যকার আকছারুল ইসলাম, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কবি মিজান সরকার, কুষ্টিয়া জেলা স্কুলের সিনিয়র শিক্ষক ও খ্যাতিমান চিত্রশিল্পী মীর জাহিদ এবং কবি ও গবেষক ড. আশফাকুর রহমান। প্রচুর সংখ্যক সুধীজনের উপস্থিতি ঘটে এই অনুষ্ঠানে।