জীবন দর্পন
———————————-
এস এম রাজা।। দৈনিক সময়ের কলম অনলাইন পত্রিকার সম্পাদক ও সময়ের কলম সাহিত্যাঙ্গন এর প্রতিষ্ঠাতা কবি মোমিনুল মোমিন হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর শরীরের অবস্থা অত্যান্ত শোচনীয়। হার্ট ব্লক হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তাঁর হার্টে রিং পড়াতে হবে। এ জন্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু এতো টাকার যোগান দেয়া অসুস্থ্য কবি ও সংগঠকের পক্ষে সম্ভব নয়। এমন কোনো সংগতি বা বিষয় সম্পদ নেই যা বিক্রি করে কবি মোমিনুল মোমিন তাঁর জীবন বাঁচানোর জন্য চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে। আর্থিক ভাবে এতোটাই অসহায় যে হাসপাতালের বারান্দায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে প্রহর গুনতে হচ্ছে। তাঁর পাশে দুঃখিনী মা আর পরমমিত্র কবি আলী এরশাদ ছাড়া আর কেউ নেই। জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে গিয়ে হার্টে রিং পড়ানোর ব্যবস্থা করতে না পারলে হয়তো অকালেই এই চিরসুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে অকুতোভয় মানবপ্রেমীক এই কলম সৈনিককে। সমাজের বিত্তবানদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এই গুণি মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। যদি কেউ আর্থিক সহায়তা করতে চান তাহলে কবির নিকটজনের এই ০১৭২৪-২২৭৯১৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানবিক এই বিষয়টির প্রতি আন্তরিক হস্তক্ষেপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।