বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কবি ও সাহিত্যিক সাংবাদিক এস এম রাজার কাব্যগ্রন্থ “অদ্ভূত প্রেম ও যদি কখনও” এর মোড়ক উন্মোচন এবং কবিতা ও সাংস্কৃতিক উৎসব
———–
মুনমুন আক্তার।। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কবি ও সাহিত্যিক সাংবাদিক এস এম রাজার কাব্যগ্রন্থ “অদ্ভূত প্রেম ও যদি কখনও” এর মোড়ক উন্মোচন এবং কবিতা ও সাংস্কৃতিক উৎসব ২০২২।
আজ ১৫ জুলাই’২২
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন ও জ্ঞানগর্ব বক্তৃতা করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা, বিএসআরআই-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন হেলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসমান আলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না।
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন দৈনিক আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, কবি আসাদ বাবু, কবি আলমগীর কবির হৃদয়, কবি মঞ্জুরুল ইসলাম, কবি যাযাবর জিয়া, কবি অশ্রু সাগর আনোয়ার,
কবি মুনির উদ্দীন, কবি তারিকুল ইসলাম তারিক, কবি মাসুমা নিরু, কবি জাহিদ হাসান, কবি সামসুল হক, কবি নজরুল ইসলাম মুকুল, কবি ওয়াজেদ আলী, কবি সাধন কুন্ডু, কবি শাহানা আক্তার বানু, কবি রমজান আলী, কবি আরিফ জুলফিকার, কবি আব্দুল আজিজ খান, কবি জহুরুল আনাম, কবি শফিউল্লাহ, কবি ড. কুয়াশা মাহমুদ প্রমূখ। সংগীত পরিবেশন করেন শিল্পী গুরুজী এস এম রাজা, নূর মোহাম্মদ, আফিয়া তাসনিম তৌশি, ইলমাতুল ইসলাম রুপা, রজনী,পাপ্পু,তরিকুল, সাঈদ হাসান লিমন, দেলবার প্রমূখ। যন্ত্র সংগীতে ছিলেন ওস্তাদ মাসুদ রানা (কীবোর্ড), মিজানুর রহমান (বাঁশি), নাজিমুদ্দীন (অক্টপ্যাড), ডুগি-তবলা (এস এম অন্ত ও শান্ত), ফয়সাল (গিটার)। নৃত্য পরিবেশন করেন সিডিএম টিভির সিডিএম মিঠুন, সূপর্ণা, মুক্তা, মিলি, আসলাম, শিরিন, শারমিন, বুলবুল, হীরা, হাফিজ, রাতুল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খালেদ মাহমুদ সুজন ও লালন সেতু। দিনব্যাপী অনুষ্ঠিত এই বর্ণাঢ্য উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন।