এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার
—————
বিজনেস ফাইল’র অনুষ্ঠানে শিল্প সচিব
ডেস্ক রিপোর্ট।। নতুন বছরে নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, এসএমই ও এসএমএস খাতের উন্নয়নের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। তিনি বলেন, তরুণদের চাকরির মুখাপেক্ষী না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। গত
রোববার (১১ জানুয়ারি’২৬) রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ঐতিহ্যবাহী দৈনিক বিজনেস ফাইল-এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. ওবায়দুর রহমান। সভার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার। এতে সভাপতিত্ব করেন দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরী।
শিল্প সচিব বলেন, এসএমই ও এসএমএস খাতকে শক্তিশালী করতে সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তা বাড়ানো হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এম এ আউয়াল, বিসিক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) এ কে এম নূরুন্নবী কবির। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও বিকেএমইএ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ সিআইপি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও এম আর গ্রুপ চেয়ারম্যান মো. বজলুর রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আবু মোতালেব, নিয়াজ আলী চিশতী, এম এ সাত্তার খান এবং ডালাস গ্লোবাল ইনভেস্টমেন্টের সিইও গ্রীনচাষী কামরুজ্জামান মৃধাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা নতুন সরকারের কাছে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কয়েকজন নারী উদ্যোক্তা, অর্থনৈতিক প্রতিবেদক কে সম্মাননা প্রদান ছাড়াও পুরান ঢাকার ৫০জন কর্মহীন নারীকে শীত বস্ত্র প্রদান করা হয়। সংগীতে অংশ নেন মহুয়া লিপি, দিদারুল ইসলাম, অমর হালদার। অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক এস এস মোদক। উপস্থাপনা ড. উজ্জল রায়। প্রাণবন্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রফি ইসলাম।