এস এম দীপ্ত।। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। একাডেমির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর সভাপতি ও ঈশ্বরদী উপজেলা নির্বাহি অফিসার পিএম ইমরুল কায়েস। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী,এস এম রাজা, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল, দিলারা খাতুন, শাকিলা জাহান, চন্দ্রা বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর আলম, মাসুদ রানা প্রমুখ। সভায় শিল্পকলা একাডেমীর কার্যক্রম সুন্দর সুষ্ঠ ও ত্বরান্বিত করার জন্য বিস্তারিত সিদ্ধান্ত করা হয়। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের মান উন্নয়নে সহায়তা করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Developed By Sam IT BD